করোনা মোকাবেলায় ধারাবাহিক সামগ্রী বিতরন করেন ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি

জাতীয় ফিচার সারাদেশ
Spread the love

bangalr52.com চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ হামজা ।

০৪-০৯-২০২০
করোনা মোকাবেলায় ধারাবাহিক করোনা সামগ্রী বিতরনঃ-
#নির্দেশনায়ঃ

মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা।
#তত্বাবধানেঃ জননেতা ওবায়দুল কাদের এমপি,
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।
#ব্যবস্থাপনাঃ বাবু সুজিত রায় নন্দী।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক,
বাংলাদেশ আওয়ামী লীগ।
#সহযোগিতায়ঃ ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।

ধারাবাহিক ত্রাণ সামগ্রিক বিতরণ প্রেক্ষিতে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এ দুটি করে হাই-ফ্লো ন্যাসাল ক্যানোলাসহ চিকিৎসকদের ব্যবহারের জন্য উন্নতমানের পিপিই, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক, রোগীদের ব্যবহারের জন্য উন্নতমানের এন্টিসেপটিক সাবানসহ হাত ও মুখ পরিস্কারের জন্য নানাবিধ প্রসাধন সামগ্রী শ্যাম্পু, আইয়ুশ ক্রিম, অ।ইয়ুস ফেস ওয়াস, পন্ডস ক্রিম, সানপ্রটেক্টর ইত্যাদি বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মধ্যে মরহুম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মৃতি বিজড়িত ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্স, শহীদ অাবু নাসের জেনারেল হাসপাতাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ,

খাগড়াছড়ি, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষীপুর জেনারেল হাসপাতাল, নীলফামারি, লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, ঝিনাইদহ, পটুয়াখালী জেনারেল হাসপাতাল, বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিশেষ সুবিধাসম্পন্ন উন্নতমানের অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসকদের ব্যবহারের জন্য উন্নতমানের পিপিই, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক, রোগীদের ব্যবহারের জন্য উন্নতমানের এন্টিসেপটিক সাবানসহ হাত ও মুখ পরিস্কারের জন্য নানাবিধ প্রসাধন সামগ্রী শ্যাম্পু, আইয়ুশ ক্রিম, অ।ইয়ুস ফেস ওয়াস, পন্ডস ক্রিম, সানপ্রটেক্টর ইত্যাদি বিতরণ করা হয়েছে।

৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার শ্রদ্ধাভাজন সভাপতির কার্যালয় এ অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত থেকে এ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব অাবদুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহের অাফরোজ চুমকি এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দপ্তর সম্পাদক জনাব সায়েম খান, কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহানারা অাকতার রহমান, প্রফেসর ডা. মোহাম্মদ রফিকুল অালম, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. আতিকুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরুদ্দিন ও ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যবৃন্দ।
অরিন্দম হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *