আর ভিক্ষা করন লাগবো না, সবজি বিক্রি করে বাঁচতে পারুম

অপরাধ আন্তর্জাতিক ওপার বাংলা জাতীয় ধর্ম ফিচার বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন সারাদেশ স্বাস্থ্য ও পরিবেশ
Spread the love

অহন আর আমার ভিক্ষা করন লাগবো না, আমি ভ্যানে করে সবজি বিক্রি কইরা চলতে পারুম। অহন আর আমারে কেউ গালি দিতে পারবে না। আপনারা দোয়া করেন আমিও যাতে কয়দিন পর মানুষকে সাহায্য করতে পারি’-এভাবেই তার নিজের অভিব্যক্তি প্রকাশ করেন দুই পা হারানো উজ্জল শেখ। যন্ত্রচালিত ভ্যান পেয়ে সে এতটাই খুশি হয়েছে যে, দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে।

১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় দুই পা হারান ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী এলাকার উজ্জল শেখ (৪০)। এর পর থেকেই অসহায় অবস্থার মধ্য দিয়ে ভিক্ষা করে চলতেন। বাবা-মা মারা গেছেন অনেক আগে। ফলে প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে যা পেতেন তা দিয়েই কোন রকমে তার দিন চলে যেতো। কখনো খেয়ে না খেয়ে দিন পার করতো উজ্জল শেখ।কয়েকদিন আগে শহরের কোতোয়ালী থানার সামসে ভিক্ষা করতে এলে সেখানে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন থানার এস আই কবিরুল সাগর। তিনি উজ্জল শেখের জীবন বৃত্তান্ত শুনে তাকে একটি যন্ত্রচালিত ভ্যান কিনে দেবার আগ্রহ প্রকাশ করেন। এরই অংশ হিসাবে উই আর বাংলাদেশ নামের ফেসবুক পেজের এডমিন ও পুলিশ সদস্য কবিরুল সাগর সবজি বিক্রির জন্য উজ্জল শেখকে একটি যন্ত্রচালিত ভ্যান কিনে দেন। ৫০ হাজার টাকা দিয়ে ভ্যানটি কিনে দেওয়ার পর তাকে ব্যবসার মূলধন হিসেবে নগদ টাকা প্রদান করা হয়। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয উজ্জল শেখকে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান উজ্জল শেখের হাতে ভ্যানের চাবি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশের এসআই ও উই আর বাংলাদেশের এডমিন কবিরুল সাগর, উইর আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা এস এম আকবর, সদস্য মোস্তাফিজুর নহমান মোস্তাক।

কবিরুল সাগর জানান, সারা দেশেই ছড়িয়ে আছে উই আর বাংলাদেশের সদস্যরা। এই সংগঠনটি অসহায় মানুষের জন্য কাজ করছে। প্রতিনিয়ত সারাদেশে অসহায় মানুষের পাশে বিভিন্ন সহযোগিতা নিয়ে দাড়াচ্ছে উই আর বাংলাদেশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *